নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ই নভেম্বর, যাত্রীর হঠাৎ অসুস্থতার দরুন মধ্য রাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরন করল এয়ার বিমান। এয়ার এশিয়ার D7183 বিমানটি দিল্লী থেকে কুয়ালামপুরের দিকে যাচ্ছিল। রাত ২টা ৫মিনিটে হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বিমান যাত্রীর নাম মাহমুদ সামালি সলিউউদ্দিন।
প্রথমদিকে অন্যান্য যাত্রীগণ তাঁর শুশ্রুষার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁরা বিমান সেবিকাদের ডেকে আনেন। সেইমুহূর্তে যাত্রীর এরূপ অবস্থার কথা ভেবে তাঁরা সিদ্ধান্ত নেন, বিমান অবতরণ করবেন। তখন নিকটেই কলকাতা বিমানবন্দর ছিল যেখানে বিমান চালকরা তাঁদের বিমান অবতরণ করেন। অসুস্থ যাত্রীকে কলকাতা বিমানবন্দরে চিকিৎসা করা হয়। তারপর ৩ টা নাগাদ কলকাতা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখনও পর্যন্ত অসুস্থ বিমান যাত্রী চিকিৎসাধীনে আছেন।