নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ৮ই নভেম্বর, কল্যানেশ্বরী পি.এইচ.ই প্রোটেক্টেড এরিয়ার ভিতরে দিনের বেলায় চলছে গাছ চুরি।বৃহস্পতিবার দুপুরে কিছু ব্যাক্তি পি. এইচ. ই ভিতরে ঢুকে বড় একটি শিমুল গাছ কেটে ফেলে। ঘটনাটি স্থানীয় মানুষের নজরে আসা মাত্র গাছ ফেলে তারা পালিয়ে যায়। তারপর হদলা বিট অফিসার কে খবর দেওয়া হলে তারা গাছ টি এসে সিজ করেন।
কিন্তু এ নিয়ে পি. এইচ. ই কর্তৃপক্ষ কোনো প্রকার মুখ খলেননি। পি.এইচ.ই কর্তৃপক্ষ (মেকানিক্যাল এক্স ইউটিউব) আশীষ নস্কর জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না তিনি বিষয়টি যাচাই করে যথারীতি আইনি ব্যাবস্থা গ্রহণ করবেন।হদলা বিট অফিসার রহমান বাবু এদিন বলেন, তারা তদন্ত করছে কে বা কারা এই কাজে যুক্ত, তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে।