নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ই নভেম্বর, শুক্রবার দুপুরে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকাই ঘটে এক অবাক কান্ড। দেখা যায় এক রোগী মগডালে উঠে পড়েছেন। রোগীকে নামতে বলা হলেও কিছুতেই নামেনা। আবার হুমকি দেয়, উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় রোগীকে উপর থেকে নামায় দমকল কর্মীরা।
হঠাৎ এরূপ ঘটনায় রীতিমতো অবাক সকলেই। কীভাবে একজন অসুস্থ রোগী গাছে উঠল তা কেউই বুঝে উঠতে পারেনা। কাণ্ড দেখে রীতিমতো অসহায় বোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের গাফলতির কারনেই রোগী হাসপাতাল থেকে বেড়িয়ে গাছে উঠে গেল কিন্তু কেউ টেরও পেল না।রোগীকে বারবার নীচে আসতে বলা হলেও সে কোনমতেই নীচে আসতে চায়না।পরিস্থিতি বুঝে খবর দেওয়া হয় দলকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। দ্রুত শুরু হয় উদ্ধারকার্য। নিয়ে আসা হয় ল্যাডার। নীচে পাতা হয় জাল। গোটা হাসপাতালে ভিড় জমে যায় এই দৃশ্য দেখার জন্য। প্রায় চল্লিশ মিনিটের চেষ্টা করার পর ওই মহিলা রোগীকে ডাল থেকে নামান দমকলকর্মীরা। জানা গিয়েছে ওই রোগী মানসিক ভারসাম্যহীন। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে তাঁর নির্দিষ্ট বেডে নিয়ে যান।