বিকলাঙ্গ পা নিয়েও তালে তাল মিলিয়ে খেলছে ফুটবল

বিকলাঙ্গ পা নিয়েও তালে তাল মিলিয়ে খেলছে ফুটবল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা, ৮ই নভেম্বর, মনের জোড় থাকলেই অসম্ভবকে সম্ভব করা সম্ভব, তারই প্রমান ফুটবলপ্রেমী এই যুবক।“একেই বলে মনের জোর। ভাই তুই আলাদা নয় তুই আমাদেরই একজন। তুই স্পেশাল”। এই ক্যাপশনের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিজিৎ অধিকারি। ভাইরাল হতেই অবাক সকলে।

ফুটবল’ এর মধ্যেই ‘ফুট’ উল্লেখ আছে, যা ছাড়া ফুটবাল খেলা অসম্ভব।কিন্তু ফুটবল প্রেমী এই যুবকের কাছে তা নয়। যুবকের দুটি পা বিকলাঙ্গ, অথচ পায়ে বল নিয়ে ছুটে যাওয়ার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে তার মনে। মাঠে দৌড়ে দৌড়ে খেলে বেড়াচ্ছে তার কিছু বন্ধু। বলের দিকে নজর দিয়ে মাঠের এক পাশ থেকে আরেক পাশ হাতের সাহায্যে ছুটে যাচ্ছে সে। পায়ের কাছে বল আসা মাত্রই অন্য জনের থেকে বল ছিনিয়ে কমজোরি পা দিয়েই লাথি মারে বলে। বল উড়ে চলে যায় অন্য খেলোয়ারের পায়ে। গায়ে নীল জার্সি, পায়ে খেলোয়ারদের জুতো, মোজা আর সঙ্গে ফুটবল খেলার প্রবল ইচ্ছা। যা দেখে অনুপ্রাণিত হয়েছে নেট নাগরিকরা। সকলেই স্যালুট জানিয়েছে তাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top