২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব চলচ্চিত্রের উজ্বল নক্ষত্ররা

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব চলচ্চিত্রের উজ্বল নক্ষত্ররা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ই নভেম্বর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার ২৫তম বর্ষে|আজ তার প্রথম দিন। উৎসব চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত।তবে এদিন উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা হলেও ম্লান, কারণ শারিরীক অসুস্থতার জন্য হাজির থাকতে পারলেন না অমিতাভ বচ্চন| আসেননি জয়া বচ্চনও|

তবে স্বমহিমায় মঞ্চ আলোকিত করলেন বাংলার ব্র্যান্ড আম্বাসাডর শাহরুখ খান ও বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়| ছিলেন রাখি গুলজার,মহেশ ভাটরাও| পৌঁছেছিলেন আন্ডি ম্যাকডুয়েল, ভলকার স্ক্যালানডর্ফের মতো বিশ্ব চলচ্চিত্রের উজ্বল নক্ষত্ররা|’বাংলার ভালোবাসার টানেই বারবার কলকাতায় আসা’,জানালেন শাহরুখ। সব চলচ্চিত্র উৎসবের মধ্যে সেরা কলকাতার ছবি উৎসব। চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বাংলাতেই ভাষণ দিলেন বাংলার মেয়ে রাখি গুলজার,অন্যদিকে সহিষ্ণুতার বার্তা দিলেন মহেশ ভাট্ ।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারত তথা বিশ্বের শিল্প, সংস্কৃতি,বিজ্ঞানের দুনিয়ায় বাঙালির অবদানের কথা মনে করালেন মমতা| জানান,”আমরা কাউকে হিংসা করি না, আমরা এগিয়ে যেতে চাই”। পাশপাশি তিনি অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top