নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ই নভেম্বর, আজ রবিবার ভোররাতে একটি বড় শিরিষ গাছ বাড়ির উপরে পড়ে বছর চল্লিশের গৃহবধূ রেবা বিশ্বাসের মৃত্যু হয় ও আহত স্বামী রঞ্জন বিশ্বাস সহ আরও দুইজন।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানা্র গোকনা গ্রামে।
আজ রবিবার ভোররাতে রঞ্জন বিশ্বাস ও তাঁর পরিবারের সকলে যখন ঘুমিয়েছিল হঠাৎ একটি বড় শিরিষ গাছ বাড়ির উপরে পড়ে যায়। শব্দ শুনে প্রতিবেশি ছুটে আসে।রঞ্জন বিশ্বাস সহ আরও দুজনকে উদ্ধার করা গেলেও গৃহবধূ রেবা বিশ্বাসকে উদ্ধার করা যায়নি।ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূর। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। হঠাৎই দমকা হওয়া সেই সঙ্গে বৃষ্টিপাত সব মিলিয়ে গত দুদিন ধরে যেভাবে বুলবুল দাপট দেখাচ্ছে তারই জেরে বাংলায় আরো একজনের মৃত্যু হল। বুলবুলের দাপটে ইতিমধ্যে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদের বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। পাশাপাশি গাছ ও বিদ্যুতের খুঁটি সহ ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। সব মিলিয়ে প্রশাসন তৎপর হয়েছে।