নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১০ই নভেম্বর, ঘূর্ণিঝড়ের প্রভাবে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ী অঞ্চলের ভেকুটিয়া গ্রামের সুজাতা দাস নামে এক মহিলার বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়। স্বামী বিকাশ রঞ্জন দাস, পেশায় ক্ষেতমজুর গতকাল সন্ধ্যায় স্বামী-স্ত্রী এবং দুটো বাচ্চা নিয়ে যখন বিছানায় শুয়ে ছিল। সেই সময় বাড়ির পেছনে একটা বড় গাছ তাদের মাটির বাড়ির উপর ভেঙ্গে পড়ে, আচমকা কিছু বুঝে ওঠার আগেি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো বাড়ি এবং সেখানেই চাপা পড়ে সুজাতা দাস সহ তার স্বামী ও বাচ্চা।
স্বামী বাচ্চাদের বাঁচাতে পারলেও স্ত্রীকে শেষ রক্ষা করতে পারেননি । স্থানীয়দের উদ্যোগে বাড়ি থেকে অন্যত্র সরানো হয় তাদের এবং হাসপাতালে আনা হলে সুজাতাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।