নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ১০ই নভেম্বর, গতকাল বুলবুলের দাপটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কাঁথি এক নম্বর , দুই নম্বর , তিন নম্বর , রামনগর এক নম্বর ব্লক দুই নম্বর ব্লক ও খেজুরির এক নম্বর ব্লক ও এগরার এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় গাছ ,তোরণ ইলেকট্রিক খুঁটি ও তার ছিড়ে পড়ে রয়েছে । যার জেরে এলাকার বিদ্যুত সরবরাহ বন্ধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন।
এলাকার পরিস্থিতি খুবই শোচনিয় হয়ে পড়েছে। বুলবুলের জেরে এলাকাবাসীরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। কর্মক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন কর্মীরা। যত দ্রুত সম্ভব পরিস্থিতি অনুকুলে আনতে হবে সরকারকে, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের।