রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হেলিকপ্টারে পাড়ি দিলেন বিশ্বভারতীর উদ্দেশ্যে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হেলিকপ্টারে পাড়ি দিলেন বিশ্বভারতীর উদ্দেশ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর , ১০ নভেম্বর, বিশ্বভারতী সমাবর্তন উৎসব সোমবার। সেই উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রবিবার অন্ডাল বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে চড়ে পাড়ি দিলেন বিশ্বভারতীর উদ্দেশ্যে। রাষ্ট্রপতি কে শুভেচ্ছা জানাতে দুর্গাপুরে আসেন এই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যপাল প্রথমে আসেন দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায়। সেখানে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে এই অতিথিশালায় মধ্যাহ্নভোজন সারেন রাজ্যপাল। তার আগে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি, দুর্গাপুর মহকুমার মহকুমাশাসক অনির্বাণ কোলে, দুর্গাপুর ইস্পাত কারখানার সি ই ও এ.ভি. কামলাকার ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পুর্ব) রাজ্যপাল কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ছাত্রাবাসের এক পড়ুয়াকে বহিরাগত কিছু ছাত্র র‍্যাগিং করে। তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলা অধিকর্তাদের সাথে কথাও বলেছেন বলে দাবি করেন রাজ্যপাল। সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন রাজ্যপাল। এরপরে রাজ্যপাল রওনা দেন অন্ডাল বিমানবন্দর এর উদ্দেশ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top