নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১০ নভেম্বর, আসানসোলের কুলটি থানার বোড়িরা বিন্দুধাওড়ার পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু বিন্দুধাওড়া গ্রামের বাসিন্দা পরেশ মুর্মু , বছর ৫৫। মৃত ব্যক্তি বিন্দুধাওড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান করতে নেমেছিলেন তিনি। তার কিছুক্ষন পর আর দেখা যায়নি তাঁকে। তারপরই খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষন পরই জল থেকে উদ্ধার হয় পরেশ-এর দেহ। ঘটনাস্থলে কুলটি থানা ও চৌরাঙ্গী ফাড়ির পুলিশ এসে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে ।