বেজিং, ১২ নভেম্বর, অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেম খেলার ওপর কারফিউ জারি করা হয়েছে চিন দেশে।সম্প্রতি বাংলাদেশ অনলাইন গেম খেলায় নিষিদ্ধ করেও ফের ফিরিয়ে এনেছে ভিডিও গেম৷ কিন্তু এ বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে চিন সরকার। বলা হয়েছে, যাদের বয়স ১৮ বছরের কম, তারা রাত দশটা থেকে সকাল আটটার মধ্যে কোনও অনলাইন গেম খেলতে পারবে না। স্বাস্থ্য সুরক্ষ্যার দিকে তাকিয়েই চিনের এই নতুন সিদ্ধান্ত। যদিও বিশ্বে অনলাইন ভিডিও গেমিং এর দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত৷
বিবিসি জানিয়েছে, ২০১৮ সালে চিন সরকার প্রথম অনলাইন গেম নিয়ন্ত্রণ করতে সংস্থা গঠন করে। এই নিষেধাজ্ঞার ধাক্কায় চিনে ৯ মাস বন্ধ ছিল বিভিন্ন ভিডিও গেম৷ এই পদক্ষেপ অনলাইন গেম বাজারের উপর বিশেষ প্রভাব ফেলে৷
তাই এবার পুরোপুরি বন্ধ নয়, নতুন নিয়মে বলা হয়েছে, সারা সপ্তাহ জুড়ে সারা দিনে দেড় ঘন্টার বেশি ও ছুটির দিনে তিন ঘন্টার বেশি এই ধরণের গেম খেলা যাবে না। চিনা শৈশব ও কিশোররা ভিডিও গেমের প্রতি প্রবল আসক্ত হয়ে পড়েছে।যার ফলে শিশু দের মনোযোগ শক্তি ক্রমশ নষ্ট হুচ্ছে। দেখা দিয়েছে নানান রোগ, মস্তিষ্ক হার্ট, নার্ভ, চোখ এইসবের উপর খুবই খারাপ প্রভাব পড়ছে। ভিডিও গেম শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করছে। তাই এই আসক্তি কাটাতেই কড়া ভূমিকা নিয়েছে চিন সরকার৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিডিও গেমের প্রাধান্য বেড়ে যাওয়াতে শিশুরা দিনের বেশি সময়ই কাটাচ্ছে তাতেই। দেখা দিচ্ছে চিনে দৃষ্টিক্ষীণতার সমস্যা, অতিরিক্ত গেম খেললে এমন হতে পারে বলেই আশংকা৷
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেমিং-এর আসক্তিকে একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে। তারপরেই নড়েচড়ে বসে চিনা সরকার৷ নিষেধাজ্ঞা জারি করে বলা হয়, “অন লাইন গেম খেলতে হলে ব্যবহারকারীদের বয়স আগে যাচাই করতে হবে৷ তারপরে আইনীয় চোখে খতিয়ে দেখা হবে৷ সরকার এর জন্য সরকারি তথ্যভাণ্ডার থেকে তথ্য সংগ্রহ করবে “৷