নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ১৩ ই নভেম্বর : আজ পূর্ব মেদিনীপুর জেলার আমূল হান্ডা অঞ্চলের অন্তর্গত বন মেচেদা গ্রামের ছাত্র-ছাত্রী অভিভাবক বিক্ষোভ দেখালেন কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট 5 নম্বর গেটের সামনে। অভিভাবক সহ ছাত্র-ছাত্রীদের অভিযোগ যে কলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর দূষিত ছাই এলাকায় পড়ে দূষণ করছে, এবং অসুস্থ হয়ে পড়েছে এলাকাবাসীরা। কারো শ্বাস কষ্ট কারো আবার চামড়ার রোগ আসছে। কেউ আবার চোখে কম দেখছে।এবং থার্মাল পাওয়ার প্রজেক্ট এর থেকে বেরোনোর জল প্লাবিত হচ্ছে রাস্তা। যে রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করে সেই রাস্তার জল জমাতে বিপাকে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ যে জমা জলে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে বই খাতা ভিজে যাচ্ছে। জুতা হাতে করে নিয়ে যেতে হয় স্কুল ও বাড়ি তে। যদি রাস্তা ছাড়াই হয় এবং প্রজেক্ট থেকে যদি না জল বের হয় তাহলে আমরা ভালোভাবে স্কুলে যেতে পারবো বলে জানান ছাত্রছাত্রীরা। গ্রামবাসীদের দাবি যতক্ষণ না দাবি মেনে নেয় পি ডি সি এল কর্তৃপক্ষ ততক্ষণ বিক্ষোভ চলবে। এবং গ্রামবাসীরা বিক্ষোভ স্থলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। গ্রামবাসীরা জানান যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ এখানেই আমরা থাকবো খাওয়া-দাওয়া সবই এখানেই হবে বলে জানান। যদিও টি.ডি.সি.এল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দূষণ নিয়ন্ত্রণ ও রাস্তা সারাইয়ের দাবিতে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ৫ নম্বর গেটে বিক্ষোভ দেখাল ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা
দূষণ নিয়ন্ত্রণ ও রাস্তা সারাইয়ের দাবিতে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ৫ নম্বর গেটে বিক্ষোভ দেখাল ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram