নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান , ১৩ ই নভেম্বর : কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কে তামাক ফ্রি জোন হিসেবে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর তা নিয়ে একটি সেমিনার করা হয় সাথে তামাক কীভাবে শরীরের ক্ষতি করে তাও সেখানে বলা হয়। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল।
বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে নীল লাইন টেনে সীমানা করা হয়। সেই নীল লাইনের ভেতরে কোনও রকমের তামাক জাতীয় পদার্থ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না এমন্টাই নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে ঢুকলে হবে কড়া শাস্তির ব্যবস্থাও করা হবে। সেটা শিক্ষকই হোক কিংবা ছাত্রছাত্রীরা, সবার জন্য সমান আইন। আগামী দিনে এই নিয়মকে বলবৎ করতে বিশ্ববিদ্যালয় কড়াতেই প্রতিহত করবে বলে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন।