নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা, ১৩ ই নভেম্বর : ট্রেন থেকে পড়ে গিয়ে বেসরকারি পলিটেকনিক স্কুল ছাত্রের মৃত্যু। ঘটনাটি ঘটেছে টিটাগর ও ব্যারাকপুর এর মাঝামাঝি। মৃত ছাত্রের নাম সৌম্যদ্বীপ দত্ত।
সৌম্যদীপ বেলঘড়িয়া থেকে আপ শান্তিপুর লোকাল ট্রেনে কল্যাণী যাচ্ছিল ছাত্রটি। যাওয়ার পথে মাঝপথেই ঘটল এই দুর্ঘটনা। ট্রেনে গেটের ধারে দাঁড়ানোর অভ্যাস বহু মানুষের। এরফলেই ঘটতে পারে বিপদ। ট্রেন চলাকালিন ট্রেনের গেটের ধারে দাঁড়ানো নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে সরকারকে নয়ত সৌম্যদ্বীপ এর মতো আর কত মানুষ প্রান হারাতে পারে তা নিয়ে প্রশ্ন সাধারন জনতার।