নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ নভেম্বর, এসকর্ট পরিষেবা নিয়ে প্রতারণার ফাঁদে এক কর্পোরেট সংস্থার ম্যানেজার। অভিযোগ তিনি একটি অনলাইন সাইডে গিয়ে এসকর্ট বুক করেন। সেই পরিষেবা নেওয়ার পর থেকেই তার সাথে প্রতারণা করা হচ্ছিল। প্রথমে তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে তার স্ত্রীর ফোন নাম্বার জোগাড় করে, তারপর তাকে হুমকি দিতে থাকে যে তার কথপোকথন ও ছবি স্ত্রীকে দিয়ে দেবেন।
এইভাবে তার কাছ থেকে ৫০হাজার টাকা নেওয়া হয়। টাকা পাওয়ার কিছুদিন পর ফের টাকা চেয়ে ফোন। এবার সোনারপুর থানার দারস্থ হন তিনি। অভিযোগ পেয়ে অভিযুক্তদের ধরার জন্য ফাঁদ তৈরি করে পুলিশ। টাকা দেওয়ার নাম করে ডাকা হয় সোনারপুর মোড়ে। সেখানে আগে থেকেই সিভিলে ছিল পুলিশ। আসতেই গ্রেপ্তার করা হয় ঋতু চক্রবর্তী ও শান্তা মুখার্জিকে। এদেরকে এদিন বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।