নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ নভেম্বর, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করছেন 5 জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার বসিরহাট মহকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিপর্যয় এলাকাগুলো পরিদর্শন করছেন। সকাল দশটা নাগাদ মেরুদন্ডী সুইজগেট হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে বসিরহাট মহকুমা শাসক দপ্তরে গিয়ে এক প্রশাসনিক বৈঠক করবেন।মৃত ও ক্ষতিগ্রস্থ পরিবার আক্রান্তদের বিস্তারিত রিপোর্ট নেবেন সরকারিভাবে ।সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে বিস্তারিতভাবে জানাবেন।
ইতিমধ্যে বুধবার দিন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন ।সেখানে তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে আমি বিস্তারিত জানাবো। তাদের এক প্রতিনিধি দল খুব তাড়াতাড়ি আসবেন।একদিকে মুখ্যমন্ত্রী বক্তব্য অন্যদিকে এলাকাগুলোকে ঘুরে দেখা সব মিলিয়ে বুলবুলের ক্ষতি পরিমাণ ঠিক নির্দিষ্ট কত সেটা জানার চেষ্টা করবেন। সব মিলিয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ।রাজ্য সরকার ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেছে নবান্ন সূত্রে খবর ।পাশাপাশি এই রিপোর্ট সবমিলিয়ে বুলবুলের তাণ্ডবে রাজ্যের সাতটি জেলা ক্ষতির পরিমাণ কত। সেটা নির্দিষ্ট ভাবে জানার চেষ্টা করবেন।