নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৫ নভেম্বর, মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাবে শুক্রবার সকাল থেকে সক্রীয় রাজ্যের টাস্কফোর্সের সদস্যরা কলকাতার মানিকতলায়, কোলে মার্কেট সহ বিভিন্ন বাজারে যান। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে পাইকাড়ি মার্কেটে গিয়ে শব্জী বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এদিন তিনি ব্যাবসায়ীদের বলেন, অধিক মুনাফা করলেই সরকার ব্যাবস্থা গ্রহন করবে। পাইকাড়ি ও খুচড়া সবজি ব্যাবসায়ীদের রবীন্দনাথ কোলে পাকা চালান ব্যাবহারের কথা বলেন।
অন্যদিকে কলকাতার বাজারে এদিন হানা দেয় এনফোর্সমেন্ট ব্রান্চের আধিকারীকরা। সকালে ফুলবাগান, গড়িয়া সহ বিভিন্ন বাজারে হানা দেয়। সেখানেও এনফোর্সমেন্ট ব্রান্চের আধিকারীকরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজি নিয়ে কালো বাজাড়ি করলে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে হুমকি দেন আধিকারীকরা। এমনকি বিক্রেতাদের ট্রেড লাইসেন্স বাতিল করার কথা বিত্রেতাদের বলেন এনফোর্সমেন্ট ব্রান্চের আধিকারীকরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার সবজির দাম নিয়ন্ত্রনে আনতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার থেকে সকালে হানা দেবে পু্লিশ ও টাস্কফোর্স। তারপরেই এদিন সাতসকালে নেমে পরলেন টাস্কফোর্সের সদস্যরা।