নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৫ নভেম্বর, ডি.ভি.সি মাইথন ডেম থেকে কল্যানেশ্বরী ইনপেক্স পাওয়ার প্লান্ট প্রাইভেট লিমিটেড তে জলের পাইপ মাধ্যমে জল সরবরাহ করে। কিন্তু ওই পাইপ মাধ্যমে চুরি করে জল নিয়ে যাওয়া হচ্ছে নিজের বাড়ি এবং কিছু লজ এ।
তাই ইনপেক্স পাওয়ার প্লান্ট এর সিদ্ধান্ত নেয় যে এই অবৈধ জলের পাইপ লাইন গুলি ধ্মান। এতে কিছু সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।তাই তারা চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ এর সহযোগিতায় এই অভিযান চালায়।
তারা জানান, জল নিতে পারে কিন্তু চুরি করে নিজের বাড়ি ও লজে নয় নির্দিষ্ট এক জায়গায় জলের লাইন করে জল নিতে পারে।তাহলে আমাদের ফ্যাক্টরি তে জল পাওয়া যাবে।যদি আরও তারা এমনি ভাবে জল চুরি করে তাহলে এবার আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সব ফেলে এবার জল চুরি কল্যানেশ্বরীতে
সব ফেলে এবার জল চুরি কল্যানেশ্বরীতে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram