জেএনইউয়ের ঘটনাকে চক্রান্ত বললেন বৃন্দা কারাট

জেএনইউয়ের ঘটনাকে চক্রান্ত বললেন বৃন্দা কারাট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বারাসত, ১৫ নভেম্বর, দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা আসলে একটা চক্রান্ত। এসএফআইকে বদনাম করার জন্য এই চক্রান্ত হয়েছে। শুক্রবার বারাসতে গণতান্ত্রিক মহিলা সমিতির প্রকাশ্য সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন সিপিএম নেত্রী তথা পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। এদিন তিনি বলেন, জেএনইউতে গরিব ঘরের ছেলেমেয়েরা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে। সেখানে অযৌক্তিকভাবে ফি বাড়ানো হয়েছিল। তার প্রতিবাদে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য বিবেকানন্দের মূর্তিতে কুরুচিকর কথা লেখা হয়েছে। এসএফআইকে বদনাম করার জন্য এই চক্রান্ত করা হয়েছে।’

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাফল্য নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন সিপিএমের বর্ষীয়ান নেত্রী। তিনি বলেন, প্রেসিডেন্সির এই জয় বামপন্থীদের আরও শক্তি জোগাবে।শবরীমালা মামলা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন প্রকাশ-জায়া। তিনি বলেন, শবরীমালা মামলার রায় ভীষণ বিভ্রান্তিকর। দুই বেঞ্চের বিচারপতিরা কোনও রায় দিলেন না। পাঠিয়ে দিলেন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চে। সাত সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেওয়াটা বড় বিচিত্র।পঞ্চসায়রে হস্টেল ছাত্রীকে গণধর্ষণ প্রসঙ্গে বৃন্দা বলেন, ‘এই রাজ্যে অপরাধীরা তৃণমূলের সঙ্গে থাকে। তাই ধর্ষকরা পার পেয়ে যায়। রাজ্যের মহিলারা নিরাপত্তা পান না। তাঁরা ধর্ষিত হলেও বিচার পান না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top