নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ নভেম্বর, লক্ষাধিক টাকার সোনার অলংকারসহ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনা, শিলিগুড়ি গুরুং বস্তি এলাকার ৩ নং ওয়ার্ডের। জানা গিয়েছে, ২৬ হাজার টাকা নগদ সহ সোনার ২ টি চুড়ি ২টি কানের ও ২ টি সোনার চেইন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
পরিবার সূত্রে খবর, রাত থেকেই ওই দুষ্কৃতী ঘরে লুকিয়ে ছিল বলে অনুমান বাড়ির মালিকের। বাড়ির সমস্ত সদস্য যখন গভীর ঘুমে মগ্ন সেই সুযোগ নিয়েই ঘর থেকে টাকা দহ সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ভোর ৪টায় যখন পরিবারের সদস্য ঘুম থেকে উঠে তখন বাড়ির গেট খোলা দেখে সন্দেহ করেন যে নিশ্চই বাড়িতে চুরি হয়েছে।
এরপর ঘটনার খবর পেয়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিষয়টি নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।