নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ নভেম্বর, আবারও চুরি ঘটনা শিলিগুড়ি শহরে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুভাষপল্লীর হাতিমোড়ের একটি মোবাইলের দোকানে। চুরি গিয়েছে লক্ষাধিক টাকার মোবাইল।শার্টার ভেঙ্গে চুরি গিয়েছে মোবাইলের দোকানে, প্রমাণ লোপাটে সিসি-ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা এমনটাই জানা গিয়েছে।
মোবাইল দোকানের মালিক সঞ্জিত ঘোষ বলেন, ‘আমার অনুমান কাল রাতেই চুরি হয়েছে। সকালে দোকান খুলতে আসলে দেখতে পান দোকানের তালা ভাঙা একইসঙ্গে ভাঙ্গা অবস্থায় রয়েছে শার্টারও’।খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ। অনেক নতুন স্মার্টফোন চুরি হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।