নিজস্ব সংবাদদাতা, বিধাননগর, ১৫ নভেম্বর, রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা। বিধাননগরে এই মশাবাহিত রোগের উৎপাত রুখতে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ৩১ নম্বর ওয়ার্ডে শুক্রবার ড্রোনের সাহায্য নিল বিধাননগর পুরনিগম। মূলত বহুতল ও বড় গাছের উচুঁ ডালগুলিতে কোথায় জল জমছে এবং মশা ডিম পাড়ছে তা খতিয়ে দেখতে এদিন ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।
বিধাননগর পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ প্রণয় কুমার রায় এদিন স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই অভিযান চালান। মূলত উঁচু গাছের ডালে এবং বহুতলের ছাদে যেখানে পৌরসভার কর্মীরা যেতে পারেন না সেই সব জায়গায় ড্রোনের সাহায্যে নজরদারি চালান। গাছের মগডালেও এখন দেখা যায় মশার লার্ভা তৈরি হচ্ছে। ফলে আশঙ্কা থেকেই যায় ডেঙ্গুর। যাতে ডেঙ্গি শীতের মৌসুমে সমস্যা তৈরি না করে তার জন্যই বিধাননগর পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ।