ইনডোর আউটডোর গেমস-এর শুভ উদ্বোধন করলেন মেয়র আশোক ভট্টাচার্য

ইনডোর আউটডোর গেমস-এর শুভ উদ্বোধন করলেন মেয়র আশোক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ নভেম্বর, পুরনিগম দ্বারা পরিচালিত ইনডোর আউটডোর গেমস প্রতিযোগিতা উদ্বোধন হল আজ। এই প্রতিযোগিতায় এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এদিন শিলিগুড়ির তরাই স্কুল মাঠে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা বিধায়ক ভট্টাচার্য। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্ট দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি বাবলু তালুকদার,এম আই সি জয় চক্রবর্তী
সহ অন্যান্যরা।

আন্তঃ বিদ্যালয় ভলিবল(বালক), আন্তঃ বিদ্যালয় কবাডি(বালক ও বালিকা), আন্তঃ ক্লাব খো খো(পুরুষ ও মহিলা) গেমস গুলো আয়োজন হবে।এবছর ভলিবল ও কবাডিতে নতুন স্কুল অংশগ্রহণ করেছে।ভলিবলে ৮টি স্কুল,কাবাডিতে বালক ও বালিকা মিলিয়ে ৮টি স্কুল।খো খোতে বালক বালিকা মিলিয়ে ৮টি ক্লাব।এছাড়াও ১৬নভেম্বর রয়েছে দাবা প্রতিযোগিতা যা ইন্ডোর স্টেডিয়ামে হবে।ওইদিনই ইন্ডোর স্টেডিয়ামে অনুর্ধ ১৫ক্যারাম প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।১৭নভেম্বর শিলিগুড়িশ্রী বডিবিল্ডিং প্রতিযোগিতা হবে ৫টি বিভাগে তা হলো ৫০,৫৫,৬০,৬৫ ও ৭০ কেজির ওপরে।খেলোয়াড়ের সংখ্যা হবে ১০০জনের ওপর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top