নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৬ নভেম্বর, শুক্রবার সন্ধ্যের সময় বারাসাতের ৩৪ নং জাতীয় সড়কে একটি অল্টো গাড়ি, একটি লরিকে পাসকাটাতে গিয়ে ডিভাইডারের ধাক্কা মারে।ঘটনায় গুরুতরভাবে আহত হয় দেগঙ্গা বেলপুর এর বাসিন্দা সঞ্জীব দাস(বছর ৫০)।আহতকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় তারপর অবস্থার অবনতি হলে তাকে বর্তমানে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের উপর ডিভাইডারের কাজ চলছিল।আজ সন্ধ্যের সময় বারাসাতের অদূরে শুড়ি পুকুরে অল্টো গাড়িতে করে রানাঘাটের দিকে যাচ্ছিলেন দেগঙ্গা বেলপুর এর বাসিন্দা সঞ্জীব দাস।দীর্ঘ সময় ধরে পেছন থেকে একটি লরি দ্রুতগতিতে আসছিল।তাকে পাসকাটাতে গেলে ডিভাইডারের ধাক্কা মারে মারুতি গাড়িটি।আরোহীর পেটে ডিভাইডারের লোহার রড ঢুকে যায়।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢিলেমি করে ডিভাইডারের কাজ হচ্ছে,আর তাতে ঘটছে নানাপ্রকার দুর্ঘটনা।এর প্রতিবাদে স্থানীয় মানুষ প্রায় তিরিশ মিনিট রাস্তা অবরোধ করেন।পরে অবশ্য তা উঠে যায়।তবে ৩৪ নং জাতীয় সড়কের উপর এই ধরণের দুর্ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন।