নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগণা, ১৬ নভেম্বর, মেন গেটের তালা ভেঙে খোদ পঞ্চায়েত প্রধানের বাড়িতে চুরি৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার দক্ষিন রামধরি এলাকায়৷ শুক্রবার দুপুরে বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী গায়েন মিটিংয়ের জন্য গিয়েছিলেন বারুইপুর বিডিও অফিসে৷ ছেলে গিয়েছিল স্কুলে৷ স্বামীও অফিসের কাজে ক্যানিং চলে গিয়েছিলেন৷ দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির মেন গেটের তালা ভেঙে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে আলমারি খুলে চুরি করে নগদ ১৪ হাজার টাকা৷
বাসন্তী গায়েন বলেন, টাকাটা রাখা ছিল একটি ব্যাগে ৷আরও কিছু টাকা ছিল আলমারিতেই সাথে গয়নাও৷কিন্তু তার হদিস না পাওযায় নিয়ে যেতে পারেন৷ দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই বাড়িতেই থাকেন তার ভাই অনঙ্গমোহন মিস্ত্রি ৷ তিনি কাজে বেরিয়ে গিয়েছিলেন৷ বিকেলের দিকে বাসন্তী দেবির ভাই অনঙ্গমোহন মিস্ত্রি বাড়ি ফিরে দেখেন, যে মেন গেটের তালা ভাঙা, ঘরে ঢুকে দেখেন আলমারি ও বিছানা লন্ডভন্ড৷ উক্ত ঘটনার আগে কখনও চুরি হয়নি এলাকায়৷ এরূপ ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷