নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৬ নভেম্বর, শনিবার সকালে বিজেপি যুব মোর্চার একদল কর্মীর বিরুদ্ধে বিধান ভবনে হামলার অভিযোগ তুলেছিল প্রদেশ কংগ্রেস নেতারা। এর প্রতিবাদে এদিন পাল্টা কর্মসূচি পালন করল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপি রাজ্য দপ্তরের কাছেই সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কয়েকশো যুব কংগ্রেস কর্মী সমর্থক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে তারা তারা ক্ষোভ প্রকাশ করে। বেশ কিছুক্ষণ ধরে সেন্টাল এভিনিউ অবরোধ করে রাখে কংগ্রেসের যুব সমর্থকরা।
রাহুল গান্ধীর রাফেল ইস্যুতে বারবার মুখ খোলার বিরুদ্ধে কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল রাজ্য বিজেপির উত্তর কলকাতার যুব মোর্চার কর্মী-সমর্থকরা। তারই প্রতিবাদে কংগ্রেসের কর্মীরা সেন্ট্রাল এভিনিউয়ে পথ অবরোধ করে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশ বাহিনী নিজুক্ত করা হয় সেখানে। পুলিশের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।