নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বধমান, ১৭ নভেম্বর, কুলটি থানা এলাকায় ব্যাবসায়ী শত্রুতার জেরে গুলি চলার ঘটনা ঘটল কুল্টির বাবুপাড়া এলাকাই । গতকাল রাত্রে সাড়ে দশটার সময় পরিবহন ব্যাবসায়ী, কুল্টি স্টেশনের রেল ফটক বন্ধ থাকায় বাবুপাড়া থেকে ঘুরে আসছিলেন। বাবুপাড়া থেকে ঘুরে আসার সময় হঠাৎ করে তাকে লক্ষ করে গুলি চালায় দুস্কৃতিরা ।
চার থেকে পাঁচজন দুস্কৃতি মুখ বেঁধে এ ঘটনা করে বলে অভিযোগ ব্যাবসায়ীর এবং গুলি চালিয়ে পালিয়ে যায় । এরপর গাড়ি নিয়ে ব্যাবসায়ী মূম্তাজ খান কোন রকমে নিজের জীবন বাঁচায় অবশ্য তার গাড়িতে গুলি লাগে । মূম্তাজ রাত্রে কুল্টি থানাতে রাজু খান , মহম্মদ সিকান্দার , মহম্মদ সাজ্জাদ এই তিনজনের নামে অভিযোগ করে । গতকাল মধ্যরাতে কুল্টি থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে । মূম্তাজ বলেন, যে বিগত দশ দিন আগে তার সাথে মহম্মদ সাজ্জাদের সঙ্গে ঝামেলা হয় এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয় । তার পরিপ্রেক্ষিতে এই গুলির কান্ড বলে তাঁর অভিযোগ ।