১৮ নভেম্বর, ঠান্ডায় সমূদ্রের নোনা জল গায়ে মাখতে চান? রোমেন্টিক এই মরশুমে মনে প্রানে শিহরণ জাগাতে সোজা চলে যান দিঘার সৈকতে। এবছর শীতকালীন ভ্রমণে দিঘায় যেতে ইচ্ছুক পর্যটকদের ভাড়ায় ছাড় দেবে দক্ষিন- পূর্ব রেল। পর্যটক টানতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, বলে জানিয়েছে রেল। তবে নির্ধারিত কয়েকটি ট্রেনেই মিলবে এই বিশেষ সুবিধা।
আগামি ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই ছাড় চলবে। হাওড়া-দিঘা সুপার ডিলাক্স ও হাওড়া গামী কান্ডারি এক্সপ্রেস ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে ২০ শতাংশ ছাড় ও এসি চেয়ার কারে ১৫ শতাংশ ছাড় মিলবে। তবে শুক্র ও শনিবার এই ছাড় মিলবে না। সড়ক পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায়, রেলপথ পাল্লা দিয়ে ভাড়ার পরিমান কমাতে আগ্রহ দেখিয়েছে।