১৮ নভেম্বর, যুগের তালে নিজেকে স্মার্ট দেখাতে বাইকের যেন বিশাল প্রয়োজন, এমনই মনে করেন আজকের যুব সমাজ। ১৮ বছরে পা দিতে না দিতেই ছেলের হাতে বাইকের চাবি তুলে দেন মা-বাবা। তবে এটা কতটা সঠিক, তা হয়তো বলার প্রয়োজন নেই। এরমই এক বাইক প্রেমী যুবক বাইক কেনার জন্য মাতোয়ারা। কিন্তু কাছে টাকা নেই। অতঃপর মা–বাবা–কাকার দেহ কবর থেকে তুলে তা বিক্রি করতে গেলেন সেই যুবক। কারণ এক ব্যবসায়ী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের হাড়গোড় জোগাড় করে দিলে বাইক কিনে দেওয়ার। যদিও শেষপর্যন্ত তাঁর সেই ইচ্ছে পূরণ হল না। কারণ পুলিশের জালে ধরা পড়ে গেলেন ওই যুবক।
শুনতে অবাক লাগলেও এটি সত্য। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে আফ্রিকার মোজাম্বিকের নামপুলা প্রদেশে। বাইকের নেশায় মত্ত যুবক নিজের পরিজনের হাড় বিক্রি করতেও পিছপা হলেন না। তবে অবৈধ ভাবে কবর খুঁড়ে দেহ বার করার জন্য যুবককে গ্রেফতার করে পুলিশ। উক্ত যুবক পুলিশদের বলেন, একরাতের মধ্যেই কবর থেকে সমস্ত হাড়গোড় বের করে ফেলেছিলেন তিনি। শুধু মোটরবাইক নয়, ওই ব্যবসায়ী তাঁকে নগদ ৩০০ আমেরিকান ডলার দেবেন বলেছিলেন। অভিযুক্ত জানান, ‘আমি পারিবারিক কবরস্থানে গিয়েছিলাম। সেখান থেকে বাবা, মা এবং কাকার দেহ তুলে আনি। আমাকে ওই ব্যবসায়ী বলেছিলেন, না ভুগে মৃত্যু হওয়া ব্যক্তির দেহের হাড় দিতে’। কিন্তু এত কিছু করেও শেষপর্যন্ত বাইক কেনা তাঁর হল না। বাইকের জন্য এরকম নিচ কাজ করাটা সত্যই অবাঞ্ছনীয়, কিন্তু যুবক তাঁর এরূপ কাজে কোনও আফসোস বোধ করেননি।