নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ নভেম্বর, হঠাৎ অসুস্থ হয়ে পাড়ায় রবিবার রাতে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তবে জানা গিয়েছে সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে। অভিনেত্রীর হঠাৎ এরূপ অসুস্থ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিজনরা।
চিকিৎসকরা জানান, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। তারই জেরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এছাড়াও জানা যায় বেশ কিছুদিন ধরেই নুসরতের শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। তবে অসুস্থ শরীর নিয়েই তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু রবিবার রাতে শারীরিক অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে সর্বদাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। নুসরতের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। খবর পেয়েই ফোন করে খোঁজ নেন বলে জানা গিয়েছে। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরাও তাঁর খোঁজ নিয়েছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্যে কামনা করছেন।