নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ১৮ নভেম্বর, দামোদর নদী পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পাত্রসায়র থানার পাঁচপারা গ্রামে। মৃত ব্যক্তির নাম অষ্টম বাগদি। বয়স ৪৫ বছর। তিনি পেশায় একজন চাষী।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল অষ্টম বাগদি নিজের আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে বিক্রমপুর গিয়েছিল। সৎকার শেষে নদী পেরিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই দামোদর নদীর জলের তোড়ে ভেসে যান অষ্টম বাগদি। খবর ছড়িয়ে পড়তেই দামোদর নদীর তীরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক পর্যায়ে তদন্ত চালালেও মৃতদেহটির কোন হদিস পাওয়া যায়নি। অবশেষে ডুবুরি নিয়ে এসে মৃতদেহটির তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত অষ্টম বাগদি কে উদ্ধার করা যায়নি।