নিজস্ব সংবাদদাতা, গোসাবা, ১৮ নভেম্বর, গোসাবার মথুরাখন্ড গ্রামে বিজেপি কর্মী রাধাকান্ত মন্ডলের পাকা ধানে জল দিয়ে দিচ্ছিলেন প্রতিবেশি গৌরপদ মণ্ডল, সদানন্দ মণ্ডলরা। সেই ঘটনার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। দাঁ দিয়ে কোপানো হয়। রাধাকান্তের ছেলে সমীরণ বাবাকে বাঁচাতে গেলে তাকে ও বেধড়ক মারধোর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় রাধাকান্তকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্থানীয় বিজেপি কর্মীরা।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে এদিন সন্ধ্যে পর্যন্ত গোসাবা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয় নি। রাধাকান্তের স্ত্রী রনিবালা মণ্ডলের দাবী তারা বিজেপি দল করেন বলেই তাদের উপর হামলা করেছে তৃণমূল কংগ্রেস কর্মী গৌরপদ ও সদানন্দ। তবে এই অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবী পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে, এর মধ্যে কোন রাজনীতি নেই।