বুলবুলে তছনছ সুন্দরবনে ত্রাণ বিলি করে সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশাসনিক আধিকারিকরা

বুলবুলে তছনছ সুন্দরবনে ত্রাণ বিলি করে সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশাসনিক আধিকারিকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৯ নভেম্বর, বসিরহাট মহাকুমায় বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। এখোনও নিখোঁজের সংখ্যা প্রায় 7। ইতিমধ্যে সরেজমিনে জেলার সহকারী প্রশাসনিক কর্তা থেকে দুই ২৪ পরগনার জেলার প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা, হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালি সুন্দরবন লাগোয়া ব্লগগুলোতে নিজে হাতে ত্রাণ বন্টন করছেন।

আজ মঙ্গলবার খুলনা গ্রাম পঞ্চায়েতে প্রায় দুই হাজার মানুষকে ত্রাণের প্যাকেট বিলি সহ মশারি কাপড় ত্রিপল সহ বাচ্চাদের খাবার দেওয়া হল। এখন এই কর্মসূচি লাগাতার চলবে বলে জানা গিয়েছে। জেলা পরিষদের নেতা নারায়ন গোস্বামী পাশাপাশি বুলবুল তান্ডব হয়ে যে জলবায়ু প্রকোপ দেখা দিয়েছে তার জন্য জলের পাউচ ব্যবহার করছেন। অন্যদিকে রিলিফ ক্যাম্প খুলে স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে ওষুধ ও দেওয়া হয়। সব মিলিয়ে এই লাগাতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে সরকারি আধিকারিকরা। এদিন খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্য জ্যোতি সান্যাল সহ এলাকার বিশিষ্ট মানুষরা হাজির ছিলেন। পাশাপাশি বুলবুলের ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে রিলিফ ফান্ড তুলে দিয়েছেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top