কোচবিহারে দাঁড়িয়ে সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব বিল সতর্কবাণী শোনালেন মুখ্যমন্ত্রী

কোচবিহারে দাঁড়িয়ে সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব বিল সতর্কবাণী শোনালেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ১৯ নভেম্বর, সামনেই কালিয়াগঞ্জে উপনির্বাচন। তার আগে কোচবিহারে দাঁড়িয়ে সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব বিল সতর্কবাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘ওটা হচ্ছে একটা খুড়োর কল।’’ পাশাপাশি অবশ্য সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘ভয় পাবেন না, বাংলা এমনই একটি জায়গা, সবাইকে মায়ের আঁচল দিয়ে রক্ষা করবে।’’

মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল এনআরসি প্রসঙ্গ। অসমে যে এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ‘‘(বিজেপি) বলছে, হিন্দুরা বিতাড়িত হবে না। তা হলে (অসমে) ১৯ লক্ষের মধ্যে যে ১৪ লক্ষ হিন্দু বাঙালি আছেন, তাঁরা বিতাড়িত হলেন কী করে? অনেকেই ডিটেনশন ক্যাম্পে আছেন।’’

যে জেলায় দাঁড়িয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী, সেই কোচবিহার এক দিকে অসম লাগোয়া। অন্য দিকে বাংলাদেশ সীমান্ত। অসমে এনআরসি চালু করার পরে সব থেকে বেশি আঁচ যদি পশ্চিমবঙ্গের কোনও জেলায় লেগে থাকে, তা কোচবিহার— বলছেন এখানকার বাসিন্দাদের অনেকেই। কোচবিহার রাজবংশীদের অন্যতম বাসস্থানও। অসমে এনআরসি-তে বহু রাজবংশীর নাম বাদ গিয়েছে বলেও দাবি করেছে তৃণমূল। এখন এখানে দাঁড়িয়ে এনআরসি প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, এই প্রচার তিনি জারি রাখবেন। এনআরসি আর প্রস্তাবিত নাগরিকত্ব বিল, দুটোই যে আখেরে এক, সেটাও এ দিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “এনআরসি-র বিরুদ্ধে (প্রস্তাবিত) নাগরিকত্ব বিলের কথা বলা হচ্ছে। ওটা হচ্ছে একটা ‘খুড়োর কল’। যাঁরা এখানকার নাগরিক, ছ’বছরের জন্য তাঁদের বিদেশি বানিয়ে দেবে। তার পর ছ’বছর বাদে যখন ওঁরা থাকবেও না। তখন নাকি ঠিক করবে, কে নাগরিক হবে আর কে হবে না!’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top