পড়ুয়াদের চুলে রঙের বাহার, কড়া পদক্ষেপ প্রধান শিক্ষকের

পড়ুয়াদের চুলে রঙের বাহার, কড়া পদক্ষেপ প্রধান শিক্ষকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৯ নভেম্বর,  হলিউড, বলিউড, টলিউড ছাড়িয়ে এখন স্টাইল আমজনতার ঘরে ঘরে। বাদ যায়নি কচিকাঁচারাও, ছোট ছোট স্কুল পড়ুয়ারাও স্টাইলে মেতেছে। দিন কয়েক আগে গেল পুজো, স্টাইল করতে স্কুল পড়ুয়ারা মেতেছে হরেক রকম চুলের রংয়ে। কিন্তু স্কুলের নিয়ম-শৃঙ্খলা! তা কি জলাঞ্জলি! মোটেই না।

এবার স্কুলের নিয়ম-শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল এক প্রধান শিক্ষককে। চুলে হরেক রকম রং করে আসা পড়ুয়াদের শাস্তি দিতে ওই প্রধান শিক্ষক নিজেই হাতে ধরলেন বই পেন ছেড়ে কাঁচি। বেছে বেছে কেটে দিলেন সেই সমস্ত রং করা চুল। শুধু চুলকাটাই নয়, চুল কাটার সেই ভিডিও রীতিমতো আপলোড করলেন ফেসবুকে। যাতে অন্যান্যরাও তা দেখে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জ্ঞাত হয়।

ঘটনাটি ঘটেছে বীরভূমের লোহাপুর মহাবীর রাম মেমোরিয়াল হাইস্কুলে। লোহাপুরের এই স্কুলে প্রায় ১৭০০ ছাত্রছাত্রী পড়াশুনা করে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদের স্কুলের নিয়ম শৃঙ্খলায় নিয়ে খুবই কড়া মনোভাব। তাই ছাত্রদের চুলে রং, চুলের স্টাইল একদমই সহ্য করতে পারেন না। ছাত্রদের আগেই তিনি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু ছাত্ররা সেই কথা মান্য করে নি। তাই নিজেই কাঁচি ধরে চুল কেটে ফেলে চারজন ছাত্রের।

আর এমন কড়া পদক্ষেপে অভিভাবকরা চরম খুশি। যেটা তারা করতে পারেন নি, তা করে দেখিয়েছেন ওই শিক্ষক বলেই মত প্রকাশ করেছেন। এক ছাত্রের মা শেফালী বিবি জানান, “চুল কেটেছে ভালো করেছেন মাস্টারমশাই। আমরা খুব খুশি। আমাদের কথায় গুরুত্ব দেয় না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top