পৌরসভা না পঞ্চায়েত, জায়গা কার! দ্বন্দ্বে বন্ধ সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ

পৌরসভা না পঞ্চায়েত, জায়গা কার! দ্বন্দ্বে বন্ধ সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৯ নভেম্বর, সিউড়ি ২ নং ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের শ্যামবাবুর মাঠে গত রবিবার দুটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। যে জায়গায় কাজ শুরু হয় সেই জায়গাটি একটি ভেস্টেড ল্যান্ড বলে জানা গেছে। পাশাপাশি তৈরি হওয়া বাড়ি দুটি সরকারি প্রকল্প ‘হাউস ফর অল’-এর অধীনে বলেও খবর। কিন্তু গত সোমবার সেই বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয় কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা। পাশাপাশি সেই জায়গায় তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

কিন্তু কেন বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হল সেই প্রসঙ্গে কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জালাল উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “এই জায়গাটি পঞ্চায়েত এলাকার। আইন অনুসারে মিউনিসিপালিটি থেকে পাওয়া কোন প্রকল্পের বাড়ি পঞ্চায়েতে করা যায় না। পাশাপাশি জায়গাটি ভেস্টেড ল্যান্ড হওয়াই আমরা আমাদের সাংগঠনিক কাজে লাগাবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু যারা দুজন বাড়ি নির্মাণ করতে আসে তারা আমাদের সাথে কোনরকম আলোচনা করেনি। তাই আমাদের দলীয় কর্মীরা সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং দলীয় পতাকা টাঙিয়ে দেয়।”

তাহলে কি জায়গা কার, পৌরসভা না পঞ্চায়েতের! এই দ্বন্দ্বেই মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধায় বাড়ি নির্মাণের কাজ বন্ধ! উঠছে প্রশ্ন। যদিও সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বাধায় কাজ বন্ধ হয়েছে এটা বলা ভুল। আমরা আলোচনা করে সমস্যার সমাধান করে নিবো।

সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চাটার্জী জানান, “জায়গাটি পঞ্চায়েত না পৌরসভার তা সঠিকভাবে বলার জন্য জায়গার মাপ করতে হবে।” তিনি এও জানান, “খুব তাড়াতাড়ি ওই এলাকাটি সিউড়ি পৌরসভা এলাকাভুক্ত হবে”। অন্যদিকে কারা কাজ বন্ধ করেছে সে প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের নাম সরাসরি জড়াতে চাননি। বরং তিনি বলেন, “আমি কিছুক্ষণ আগেই খবর পেলাম কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানিনা। যে বাড়ি দুটি তৈরি হচ্ছিল সেটা গরিব মানুষদের জন্যই।” যদিও তিনি জানান, “ওই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top