নিজস্ব সংবাদদাতা ,উত্তর ২৪ পরগণা,২০ নভেম্বর: অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিক কে গ্রেপ্তার করলো বেলঘড়িয়া থানার পুলিশ । পুলিশ সূত্র অনুসারে , গত ১৪ নভেম্বর স্থানীয় এল লাইন সংলগ্ন আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় ওই দুই তুর্কির নাগরিক ও দুই বাংলাদেশি নাগরিক । অভিযোগ ওই অভিযুক্ত বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রচুর পরিমাণে হিসেব বহির্ভুত ডলার , এটিএম কার্ড , বিভিন্ন ব্যাংক এর চেক পাওয়া গেছে । শহরতলি তে বাড়ি ভাড়া নিয়ে অর্থনৈতিক জালিয়াতির পাশাপাশি , আর কি কি গোপন ষড়যন্ত্র এর ব্লু প্রিন্ট তৈরী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গত কাল রাতে গ্রেপ্তারের পর , আজ অভিযুক্ত দের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ।
অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিক গ্রেপ্তার
অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিক গ্রেপ্তার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram