নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ নভেম্বর, ফের সল্টলেক সেক্টর ফাইভে প্রতারণা চক্রের হদিস। সেক্টর ফাইভের সুগম টেকপার্ক বিল্ডিং এ ডিল মানি ডিস্ট্রিবিউশন এন্ড এডভাইজারি সার্ভিস প্রাইভেট লিমিটেড সিচুয়েটেড নামে কম্পানি খুলে প্রতারণা করতো।গ্রেফতার প্রতারণা চক্রের দুই মূল পান্ডা।অভিজিৎ দে (ডিরেক্টর) প্রদীপ কুমার রায় (রিজিওনাল হেড)।বাজেয়াপ্ত ৪৩ হাজার ১০০ টাকা,৯ টা এটিএম কার্ড, মোবাইল ফোন।বহু মানুষ প্রতারিত এই কম্পানির দ্বারা।
পুলিশ সূত্রে খবর, গত ২৯/৭/১৯ তারিখে হুগলির বাসিন্দা সৈয়দ রেজাউল করিম (৭২) তিনি বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে,তার ছেলের নামে একটি ইন্সুরেন্স ছিল যেটা সে কন্টিনিউ করতে পারিনি ।জুলাই মাসে তিনি একটি ফোন কল রিসিভ করেন সেখানে কম্পানির নাম বলে পরিচয় দেয়।বলে তার এই পলিসি এগিয়ে নিতে চান তাহলে অফিসে এসে দেখা করুন।এর পর তিনি ওই অফিসে এলে তাকে বলা হয় সে তার টাকা পেতে গেলে তাকে ডিপোজিট টাকা দিতে হবে।সঙ্গে জিএসটি ও ইনকাম ট্যাক্স জুড়ে।সেই মতো অভিযোগ কারি ২ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে দেন।পরবর্তীতে সে বুঝতে পারেন প্রতারিত হয়েছে এর পর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে।সেই অভিযোগের ভিত্তিতে ওই কম্পানির দুই কর্ণধার কে সেক্টর ফাইভের অফিস থেকে গ্রেফতার করা হয়।আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হবে।এই কম্পানি টাওয়ার বসানো ও ইন্সুরেন্স পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারণা করেছে বলে পুলিশ সূত্রে খবর।