সবশেষে মালদা শহরে টাস্ক ফোর্সের নজরদারি

সবশেষে মালদা শহরে টাস্ক ফোর্সের নজরদারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ নভেম্বর, বাজারে শাকসবজির দাম আকাশছোঁয়া। শীতকালীন সবজির দাম আগুন। পেঁয়াজ থেকে আলু, কপি, পটল সবই ক্রমশ বেড়েই চলছে। তার কোনও নিয়ন্ত্রণ নেই। এক এক জায়গায় জিনিসের দামের মধ্যেও ফারাকও  রয়েছে। একএক জিনিসের দাম একএক জায়গায় আবার একএক রকম। কিছুদিন ধরে নরজদারি শুরু হয়েছে কলকাতা-‌সহ সংলগ্ন এলাকাগুলিতে।

এতদিন বাদে মালদা শহরে শুক্রবার টাস্ক ফোর্সের নজরদারি দেখা গেল। জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই দলে ছিলেন। সেখানে যেমন ইংরেজবাজার পুরসভার আধিকারিকরা ছিলেন, তেমনই ফুড সেফটি, লিগাল মেট্রোলোজি-র মতো অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন। সেখানে খাদ্যের গুণগত মান থেকে ওজনের যন্ত্র, খাদ্যের লেভেলিং থেকে দাম-‌সবই দেখা হয়। বিশেষ করে দেখা হয়, পাইকারী দামের সঙ্গে খুচরো বাজারের দাম। এর সঙ্গে মিলিয়ে উৎপাদনকারীদের সঙ্গে কতটা সামঞ্জস্য, সেটাও দেখা হয় এদিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top