২৪ নভেম্বর, রাজ্যে এবার অনুভব হচ্ছে শীতের আমেজ। যদিও সকালের দিকে তা অনুভব না হলেও রাতের দিকে বেশ ভালো অনুভব করা যাচ্ছে। তবে এটা স্বাভাবিক, কারণ অন্যান্য বছর নভেম্বরে ইতিমধ্যে শীত চলে আসে কিন্তু এবছর আসতে কিছুটা দেরি করছে। কলকাতার গায়েও ঠান্ডার পরশ লেগেছে। ভোরের দিকে কিছুটা শিরশিরানি ভাব, তবে বেলা বাড়লে তাপমাত্রা আবার স্বাভাবিক। ফের সন্ধ্যের পর ফিরছে ঠান্ডার আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, রবিবার সকালে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকলেও রাতে কিছুটা কমে ১৯ ডিগ্রি সেলসিয়াস হবে। এবং আগামী ৩-৪ দিন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া রাজ্যে ঢুকছে যার প্রভাবে শীতের আগমণের পালে হাওয়া লেগেছে।
তবে এর মানে যে শীতের আগমন হয়ে গিয়েছে তা নয়। এটা শুধুই শীত শীত ভাব, এখন কিছুদিন এমনই চলবে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে থাকলে, তার প্রভাব আসে এ রাজ্যে। সেখানে হিমেল হাওয়া যত বেশি বয়, উত্তর ও উত্তর-পশ্চিমা বায়ু তত বাংলার দিকে এগিয়ে আসে। তাই রাজ্যে কনকনে উত্তুরে হাওয়ার পরিস্থিতি এখন না থাকলেও, শীত শীত ভাব চলবে।