প্রয়াত রাজ্যের আরএসপি সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী

প্রয়াত রাজ্যের আরএসপি সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ নভেম্বর, চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। ব্রামফন্টের আমলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী। সম্প্রতি কংগ্রেসের সঙ্গে বামদের জোট বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন।

পরিবারের তরফ থেকে জানা যায়, বার্ধক্যজনিত বহু রোগে তিনি ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচারও হয়, তারপর তিনি কিছুটা ঠিক ছিলেন। শনিবার হঠাৎ তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। জানা গিয়েছে, আজ তাঁর কলকাতা ফেরার কথা ছিল কিন্তু তা আর হল না। কাল রাতে হঠাৎ বুকে ব্যাথা শুরু হয় তাঁর, আজ সকালে তিনি হৃদরোগের কারনেই মারা যান।

১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত ঢাকুরিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন ক্ষিতি গোস্বামী। ২০১৮ সালে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও ভারপ্রাপ্ত হন। ইস্টবেঙ্গলের আজীবন সদস্য ক্ষিতি গোস্বামীর দেহ আজই কলকাতা নিয়ে আনা হবে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top