২৪ নভেম্বর, নিজের দেশ ছেড়ে এখন সকলেই পড়ার জন্য ছুটছে বিদেশে। দেখা গিয়েছে উচ্চশিক্ষ্যার জন্য অধিকাংশ ভারতীদেরই পছন্দ আমেরিকা। বর্তমানে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার, যা এক বছরে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২ হজারে।
তবে সঠিক ভাবে পর্যালোচনা করলে দেখা যাবে আগের থেকে কম ভারতীয়রা আমেরিকা যাচ্ছে। তার জন্য প্রধান দায়ী আমেরিকার নতুন ভিসা ও অভিবাসন নীতি। সম্প্রতি US State Department-এর তরফে ভিসার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতেই দেখা গিয়েছে ইচ্ছুক ভারতীয় পড়ুয়াদের সংখ্যা কমে গিয়েছে। ২০১৫ সালে যে সংখ্যা ছিল বছরে ৭৪,৮৩১, তা প্রায় ৪০ শতাংশ নেমে ২০১৮ সালে এসে দাঁড়িয়েছিল ৪২,৬৯৪।
এছাড়াও আরও এক সমস্যার কথা উঠে এসেছে যা হল পড়াশোনার খরচ। যা এক ধাক্কায় অনেক গুন বেড়ে গিয়েছে। আমেরিকায় এমবিএ পড়ার বার্ষিক খরচ গত তিন মাসে বেড়েছে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা সাথে স্নাতক স্তরে পড়ার খরচও বেড়েছে আড়াই থেকে তিন লাখ টাকা। জানা গিয়েছে, বর্তমানে আমেরিকায় স্নাতক স্তরে পড়াশোনা করছেন ২৪,৮১৩ জন, স্নাতোকত্তর স্তরে রয়েছেন ৯০,৩৩৩ জন, অপশনাল প্র্যাক্টিকাল ট্রেনিং নিচ্ছেন ৮৪,৬৩০ পড়ুয়া এবং নন-ডিগ্রি কোর্সে পড়ছেন ২,২৩৮ জন।