জিরাট রোডের বেহাল দশা নিয়ে ফের সরব হলো সিপিআইএম

জিরাট রোডের বেহাল দশা নিয়ে ফের সরব হলো সিপিআইএম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাবরা, ২৪ নভেম্বর, জিরাট রোডের বেহাল দশা নিয়ে ফের সরব হলো সিপিআইএম।হাবরা নৈহাটির  যাবার একমাত্র রাস্তা জিরাট রোড, সেই রোডে বসে পড়ল সিপিএমের কয়েকশো কর্মী সমর্থকরা।

তাদের দাবি এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন নিরব। দুমাস আগে একবার ধানের চারা পুঁতে দেওয়া হয়েছিল। সেসময় তড়িঘড়ি অশোক নগর কল্যাণগড় পৌরসভা উদ্যোগে রাস্তা মেরামত করা হয়েছিল। কিন্তু আবার রাস্তার বেহাল অবস্থা। তার প্রতিবাদেই আজ সকালে কল্যাণগড় মোড় থেকে একটি মিছিল করে নালন্দা মোড়ে আসে সিপিএমের কর্মীসমর্থকরা প্রাক্তন বিধায়ক সত্যাসেবী কর এর নেতৃত্বে। এরপরে অবরোধ শুরু হয় অশোকনগরের নালন্দা মোড়ে। অবরোধের জেরে বেশ কিছু গাড়ি এবং নিত্যযাত্রীরা আটকে পড়েছেন রাস্তায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top