নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর, সোমবার খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এবার এই কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ২৬ হাজার। খড়্গপুর শহরের ৩৫ টি ওয়ার্ড নিয়ে এই বিধানসভা। যার মধ্যে ২৭ টি পুর এলাকা ও ৮ টি রেলওয়ে এলাকা।
এবারের নির্বাচনে এই কেন্দ্রের মোট বুথ সংখ্যা ২৭০ টি। যার মধ্যে ২৬ টি বুথকে সংবেদনশীল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৪২ টি বুথ থেকে ওয়েবক্যাম লাইভ টেলিকাস্টিং এর ব্যাবস্থা থাকছে। নির্বাচন সুষ্ঠু ভাবে করতে থাকছে রাজ্য পুলিশের পাশাপাশি থাকছ্র ৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের আগের দিন অর্থাৎ রবিবার দুপুর থেকেই খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় ২ থেকে ভোট কর্মীরা ইভিএম নিয়ে বুথের উদ্দ্যেশ্যে রওনা দেওয়ার কাজ শুরু করেছে