নিজস্ব সংবাদদাতা,২৫ নভেম্বর, সোমবার সকাল থেকেই উত্তপ্ত উপনির্বাচনের করিমপুর কেন্দ্র। রাজ্যের তিন কেন্দ্র করিমপুর খড়্গপুর ও কালিয়াগঞ্জ চলছে গড় রক্ষার লড়াই। সকাল থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় করিমপুর কেন্দ্রে। এরপর অভিযোগ তৃনমূলের কর্মীরা ভোট লুট করতে একত্রিত হয়েছে। বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার বাধা দিতে গেলে রাস্তার উপর ক্ষিপ্ত জনতা ধাক্কাধাক্কি শুরু করে। এরপর দেখা যায় এক ব্যাক্তি জয়প্রকাশ কে লাথি মেরে ঝোপে ফেলে দেয়। সাহেবপাড়া জয়প্রকাশ মজুমদার ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের সামরিক উত্তেজনা পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
সোমবার সকাল থেকে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। দিলীপ ঘোষ সাংসদ হয়ে যাওয়ায় বিধায়ক শুন্য ছিল এই কেন্দ্র। খড়্গপুরের ৩৫ টি ওয়ার্ডের মোট ২৭০ টি বুথে হচ্ছে এই নির্বাচন। নির্বাচন নির্বিঘ্নে করতে রাজ্য পুলিশের পাশাপাশি মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে খড়্গপুরে। নির্বাচন কমিশন সুত্রে খবর, বাছাই করে ৪২ টি বুথ থেকে সরাসরি নির্বাচন প্রক্রিয়া ওয়েবক্যামের মাধ্যমে লাইভ টেলিকাস্টিং হবে। এদিন সকাল ৭ টা থেকেই শুরু হয়েছে নির্বাচন। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রের বাইরে লাইনও পড়েছে যথেষ্ট।▪