নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ নভেম্বর, গতকাল রাত দশটা নাগাদ সল্টলেক সিটি সেন্টারের সামনে এক স্বর্ণ ব্যবসায়ী প্রাণ সোনির ছেলে আয়ুস কুমার সোনি মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি আটকালে তাকে বেধড়ক মারধর করে। এরপরে বিধান নগর উত্তর থানায় খবর দেয়া হলে পুলিশ আসলে তাদেরকেও গালিগালাজ এবং ধাক্কাধাক্কি মারে।
তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে আটক করে। আয়ুস এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা পুলিশকে মারধর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে।