নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ২৫ নভেম্বর, শান্তিপূর্ণ ভাবেই শুরু হল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া। ভোটগ্রহন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন। কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথে ভোটদান করবেন ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭০ টি বুথের জন্য ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি প্রতিটি বুথের বাইরে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। বিধানসভার ৮০ শতাংশ বুথেই নজরদারি করার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়েব কাস্টিং ক্যামেরাও। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনও পর্যন্ত গোটা বিধানসভা এলাকাতেই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহন