নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ২৫ নভেম্বর, সোমবার সকালে আসানসোল পৌরনিগমের ৬৩ নং ওয়ার্ডে এক লাইব্রেরী উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তাবাস্সুম আরা সহ কুলটির কাউন্সিলাররা।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁকে ১০৬ টা ওয়ার্ডের উন্নতির দায়িত্ব দিয়েছেন, সেইমতই কাজ করছেন তিনি এবং তাঁর কাউন্সিলররা।
ফলসরুপ নির্ধারিত সময়ের আগে কুলটির জল প্রকল্প শেষ করতে পেরেছি বাকি আছে ঘরে ঘরে লাইন লাগানো।জনগনের সাহায্য পেলে আরও বেশী করে উন্নতি হবে এমনটাই জানান মেয়র। তিনি বলেন, “আমরা কী করেছি তার ফলাফল আগামী নির্বাচনে এখানকার জনগণ দেবে। আমরা আগামী ছয় মাসে এই এলাকায় আরো ভালো পরিষেবা দেবার চেষ্টা করবো এবং আগামী দিনের রুপরেখা তৈরী করা হবে”।