নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ নভেম্বর, কিছুদিন আগেই রটেছিল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন দেবশ্রী রায়। বিজেপিতে যোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লেখেন দেবশ্রী রায়। এবং তার জন্য তাঁর আঁটোসাটো নিরাপত্তাও চায়। তা শুধু দেবশ্রীকে দিলে চলবে না দিতে হবে তাঁর সচিবদেরও। তবে এ কথা পুরপুরি অস্বীকার করে নেন অভিনেত্রী দেবশ্রী রায়। তিনি বলেন এরম কোনও চিঠি তিনি লেখেননি।
আজ অনেকদিন পর বিধানসভায় দেখা যায় দেবশ্রী রায়কে। বিধানসভাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন রায়দিঘি তৃণমূল সাংসদ। এবং তিনি স্পষ্ট জানান, তিনি তৃণমূলেই আছেন। তিনি বলেন, “আর কোনও ভুল বোঝাবুঝি নেই। সব মিটে গিয়েছে। তিনি তৃণমূলেই আছেন ও থাকবেন। এমনকি খুব শিগগিরই তিনি ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দেবেন”। তাঁর দলবদলের জল্পনা নিয়ে কানাঘুষোর মধ্যেই প্রথমবার মুখ খুললেন দেবশ্রী রায়। স্পষ্ট করলেন তাঁর রাজনৈতিক অবস্থান। এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের বিধায়ক বলেন, বিজেপির নেতৃত্ব চান তিনি দলে আসুক তাই এই ধরনের কথা রটাচ্ছে। কিন্তু তিনি তৃনমূল ছাড়ছেন না। ফের যদি কেউ এমন কথা বলেন তাহলে তিনি মানহানির মামলা করবেন।