২৭ নভেম্বর, সীমান্ত পাহারা দিতে স্যাটেলাইটের সাহায্য নেবে ভারত। শত্রুর হাতে বন্দুকের মত অস্ত্রও এবার খুঁজে পাবে ভারত। হ্যাঁ, চন্দ্রযান-২ এর পর আরও এক ইতিহাসের মুখোমুখি ভারত। আজ বুধবার সকাল ৯টা বেজে ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপন করা হয় অত্যাধুনিক এক রকেট। বহু বছর ধরে ইসরো এমন স্যাটেলাইট নিয়ে কাজ করছিল, জার মধ্যে অন্যতম হল ‘কার্টোস্যাট–থ্রি’। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল- সি ৪৭ রকেট ব্যবহার করে এই কৃত্তিম উপগ্রহটি উৎক্ষেপন করল ইসরো। যা শ্রীহরিকোটা থেকে ৭৪ তম লঞ্চ ভেইকেল বলে জানা গিয়েছে।
আবহাওয়ার গতিপ্রকৃতি থেকে দেশের প্রতিরক্ষার কাজেও ব্যবহার করা যাবে এই কৃত্তিম উপগ্রহ। অতিসুক্ষ বস্তুও এর হাইরেজিলিউশন লেন্সে বন্দি হবে।জঙ্গিদের ঘাঁটি, সুড়ঙ্গ, অস্ত্রশস্ত্র সবকিছুই ধরা পড়বে এই ক্যামেরায়। মাত্র ২৫ সেন্টিমিটার জিনিসকেও আলাদা-আলাদা ভাবে বোঝাতে সক্ষম এর ক্যামেরা। এই উচ্চমানের ক্যামেরার সাহায্যেই ভারতীয় সেনা সীমান্তে নজর রাখবে। ৫০৯ কিলোমিটার উঁচু কক্ষপথে এই স্যাটেলাইট ঘুরবে।
অন্যদিকে আরও জানা জাচ্ছে, ২০২০ সাল থেকে জোরকদমে আরও তিন ঐতিহাসিক লক্ষ্যের পথে পা বাড়াবে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা। চাঁদের পর সূর্য অভিযানেও নামবে ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা।